ONLINE TEAM TERMS & CONDITION
টিম রেজিস্ট্রেশনের শর্তাবলী ও নিয়ম...
১. খেলায় কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং প্রতিটি দল তা মানতে বাধ্য থাকিবে।
২. প্রতিটি খেলা ১২ ওভারে অনুষ্ঠিত হবে।
৩. একজন খেলোয়াড় সর্বোচ্চ তিন ওভার বল করতে পারবে।
৪. উক্ত টুর্নামেন্টে টি নিলামের পরিচালিত হবে।
৫. প্রতিটি দলকে খেলা শুরু হবার ৩০ মিনিট পূর্বে মাঠে উপস্থিত থাকতে হবে।
৬. প্রতিটি দলকে মাঠ ফি টিকিট সংগ্রহ করে খেলার ৩০ মিনিট পূর্বে মাঠে উপস্থিত হতে হবে.
(ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।)
৭. যদি খেলা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে কোনো টিম মাঠ ফি টিকেট সংগ্রহ করতে ব্যর্থ হয় তাহলে অন্য দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবে।
৮. উক্ত খেলায় প্রতিটি দলে ১১ জন খেলোয়াড় খেলাই অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
৯. টুর্নামেন্টের শৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি খেলাতেই অংশগ্রহণ করতে হবে।
১০. ফাইনাল খেলার মাঠ ফি উভয় দলের সাথে আলোচনা সাপেক্ষ।
১১. র্জাসি টাউজার বাধ্যতামূলক। (তবে সেট র্জাসি টাউজার বাধ্যতামূলক নয়)
বিঃদ্রঃ আশা করি আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা আপনাদেরকে সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দিতে পারি। ধন্যবাদ
0 Comments